চিকিৎসার নামে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় ২ কবিরাজ আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০১৮, ১০:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জে কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ ও ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার রাতে র্যাব-১২ প্রধান কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন-সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) ও সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নারীদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করতেন। পরে এসব ভিডিওর মাধ্যমে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভিডিওসহ মোবাইল জব্দ করা হয়।
