Logo
Logo
×

সারাদেশ

চিকিৎসার নামে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় ২ কবিরাজ আটক

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০১৮, ১০:২৫ এএম

চিকিৎসার নামে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় ২ কবিরাজ আটক

সিরাজগঞ্জে কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ ও ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে র‌্যাব-১২। 

শুক্রবার রাতে র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

আটককৃতরা হলেন-সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) ও সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নারীদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করতেন। পরে এসব ভিডিওর মাধ্যমে তাদের  কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভিডিওসহ মোবাইল জব্দ করা হয়।

সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম