Logo
Logo
×

সারাদেশ

পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০১:৫৮ পিএম

পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল গ্রেফতার

ছবি: সংগৃহিত

বগুড়ায় দুটি হত্যাসহ ২৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও যুবদল ক্যাডার বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে শহরের মালতিনগর বকশিবাজার তিনমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

রাতেই তার স্বীকারোক্তিতে পালশা চৌকিরপাড়ায় একটি গাছের নিচ থেকে মাটি খুঁড়ে তিন রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এসআই মীর রায়হান তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। 

তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, সন্ত্রাসী ব্রাজিলকে মঙ্গলবার বিকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশ ও থানা সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালতিনগর বকশিবাজার তিনমাথা এলাকা থেকে দক্ষিণ গোদারপাড়ার শাহজাহান ওরফে কালুর ছেলে বিরাজুল ইসলাম ব্রাজিলকে গ্রেফতার করা হয়। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। গভীর রাতে তাকে নিয়ে বর্তমান বাসস্থান শহরের পালশা চৌকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশে একটি ইউক্যালিপটাস গাছের গোড়া খুঁড়ে পলিথিনে মোড়ানো তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গুলি মিসফায়ার করা।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ব্রাজিল যুবদল বগুড়া চারমাথা আঞ্চলিক কমিটির সভাপতি। তার বিরুদ্ধে শহরের পালশার উজ্জ্বলসহ দুটি হত্যা, দুটি অস্ত্র আইন, পাঁচটি বিস্ফোরক দ্রব্য আইনে, একটি মাদক, দুটি সন্ত্রাস বিরোধী আইনে, চারটি বিশেষ ক্ষমতা আইনে ও ছয়টি চাঁদাবাজিসহ অন্যান্য আইনে এবং দুটি অ্যাসিড নিক্ষেপের মামলার রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সদর থানার এসআই মীর রায়হান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, ব্রাজিল বিএনপি ও অঙ্গ সংগঠনের সক্রিয় নেতা ছিলেন। বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে তার বিরুদ্ধে পাঁচটি নাশকতার মামলা হয়েছিল। আরও তথ্য পেতে মঙ্গলবার বিকালে ব্রাজিলকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। 

ব্রাজিলের রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম জানান, এ নামে তার কোনো নেতা বা কর্মী নেই।
 

পিস্তল শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম