জন্ম নিবন্ধনে ৫০ টাকার স্থলে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৭:০৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর কিশোরগঞ্জে জন্ম নিবন্ধন সনদ ফি ৫০ টাকার স্থলে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে মাগুড়া ইউপি সচিবের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার বিকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথকভাবে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের সচিব হামিদুর রহমান জন্ম নিবন্ধন ফি বাবদ জনপ্রতি ৫০০ করে টাকা নেন। সরকারি নিয়মের তোয়াক্কা না করে তিনি নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করে পকেটে ভরেন। পরে জন্মসনদ প্রদানে তালবাহানার আশ্রয় নিয়ে গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার ও তাদের দীর্ঘদিন হয়রানি করেন।
ওই ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী গ্রামের এছকেনা বেগমের কাছে জন্মসনদ ফি বাবাদ সচিব ৫০০ টাকা নেন। এক বছরে একাধিকবার তার কাছে ঘুরে ছেলের জন্মসনদ না পাওয়ায় তিনি হয়রানির শিকার হন।
এ ছাড়া সিকদারপাড়া গ্রামের আব্দুল হাকিমের নিকট ইউপি সচিব আগাম ৫০০ টাকা নেন। পরে জন্মসনদ প্রদানে তার সঙ্গে দুর্ব্যবহার ও তালবাহানা করেন।
এদিকে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জন্মসনদ গ্রহণে নিজের ভোগান্তির কথা উল্লেখ করেন। সাধারণ মানুষ জন্মসনদ নিতে এসে তা হলে কি পরিমাণ হয়রানি হয় অভিযোগে তার নমুনা তুলে ধরেন। ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু তার পরিষদের সচিবের ঘুষ প্রবণতা ও দুর্ব্যবহারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে লিখিত অনুরোধ জানান।
এ ব্যাপারে মাগুড়া ইউনিয়ন পরিষদের সচিব হামিদুর রহমানের সঙ্গে যোগাযোগের জন্য পরিষদে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। ফোনে কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী এ ঘটনায় একাধিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
