Logo
Logo
×

সারাদেশ

ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

Icon

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৯:৪৬ এএম

ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর (টলি ট্রাক্টর) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনোয়ারা (৫০) নামে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। 

রোববার সকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাইলাবাড়ির মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার টাঙ্গাইলের কাদেরের (ডাক্তার কাদের) স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি টাঙ্গাইল থেকে নাগরপুর আসার পথে জাইলাবাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে মাটি বোঝাই টলি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সাইটে থাকা সিএনজিকে চাপা দেয়। এতে ওই সিএনজির ড্রাইভারসহ সব যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারা নাম এক নারী মারা যায়। 

নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টাঙ্গাইল দুর্ঘটনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম