Logo
Logo
×

সারাদেশ

‘আইপিএলের জুয়ায় হেরে’ যুবকের আত্মহত্যা

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০২:৫১ পিএম

‘আইপিএলের জুয়ায় হেরে’ যুবকের আত্মহত্যা

বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়ায় হেরে মুন্সীগঞ্জের শ্রীনগরে এক যুবক আত্মহত্যা করেছেন। 

শনিবার রাতে উপজেলার বাঘড়া গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আত্মঘাতী ওই যুবকের নাম মো. সুমন হোসেন (৪০)। তিনি ওই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। 

স্থানীয়দের দাবি, সুমন চার বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন। এরপর থেকে আইপিএল ও ক্রিকেট জুয়ায় আসক্ত হন। 

আইপিএলের জুয়ায় হেরে অনেক ঋণ হয়েছিলেন সুমন। পাওনাদাররা টাকার জন্য তাকে চাপ দিতেন। এ চাপ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। 

তিন সন্তানের জনক সুমন শনিবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। 

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
 

আইপিএল জুয়া যুবক আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম