যে কারণে প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিকের বিষপান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর রায়পুরায় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে বিয়ের পর ছুরিকাঘাত করে বিষপান করেছে প্রেমিক। গুরুতর আহতাবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্কুলপড়ুয়া প্রেমিকাকে (১৬) ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিষপান করা প্রেমিক রবিন মিয়াকে (১৬) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রবিন ও ওই মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার প্রেমিকার অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। পরে সোমবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষ করে উভয়েই বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ প্রেমিকার সঙ্গে তর্কে লিপ্ত হয় রবিন। একপর্যায়ে সে নেহার মুখে ছুরিকাঘাত করে নিজে বিষপান করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর জানান, বিষপানের কথা শুনে আমি বাড়ি থেকে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই মেয়েকে নাকি ছুরিকাঘাত করে তারপর বিষপান করেছে রবিন মিয়া নামে ওই কিশোর। তবে তাদের দুজনের মধ্যে প্রেম বা এ সংক্রান্ত কিছু ছিল কিনা এ বিষয়ে নিশ্চিত নই আমি।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, দুজনের মধ্যে প্রেম ছিল বলে স্থানীয়ভাবে জেনেছি। দুজনেরই চিকিৎসা চলছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি আমাদের হাতে। চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
