
কিশোরগঞ্জের নিকলীর হাওড়ে বজ্রপাতে আবদুল জলিল (৪৫) নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার বোয়াল্লে পশ্চিমের হাওড়ে এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হন।
নিহত আবদুল জলিল পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামে আবদুর রহিমের ছেলে। আহতরা হচ্ছেন একই গ্রামের বাদল মিয়া ও দ্বীন ইসলাম।
জানা গেছে, রোববার গভীর রাতে এই এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি বয়ে যায়। ঘটে অসংখ্য বজ্রপাতের ঘটনা। ভোর ৪টার দিকে বোয়াল্লে পশ্চিম হাওড়ের একটি হাঁসের খামারে অবস্থানরত এ তিন ব্যক্তি বজ্রপাতের কবলে পড়েন।
এতে হাঁস খামারি আবদুল জলিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার সঙ্গে থাকা বাদল মিয়া ও দ্বীন ইসলাম গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডা. সালাউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল জলিল ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য মুমূর্ষু অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।