প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার চরফ্যাশনে সোহেল (২৮) নামে এক ওমান প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সোহেল ওই ইউনিয়নের বশির আমিনের ছেলে।
নিহতের বোন মুক্তা বেগম জানান, তার ভাই সোহেল দীর্ঘ পাঁচ বছর ওমানে ছিলেন। এক বছর আগে দেশে ফিরে তিনি বিয়ে করে সংসার শুরু করেন। আত্মহত্যার সময় ভাবি বাড়িতে ছিলেন না। ২৫ দিন ধরে তিনি বাবার বাড়িতে আছেন।
তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে বাইরে যান তার ভাই। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে শয়নকক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করেন দেন। পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠার আগেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে সোহেল কেন আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার কিছুই বলতে পারছে না।
চরফ্যাশন থানার পরিদর্শক (তদন্ত) রিপন বিশ্বাস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
