ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার তিন যুবক কারাগারে
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
রোববার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- আলীপুর গ্রামের শাহাজাহানের ছেলে গিয়াস উদ্দিন (৩২), আমানপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সৌরভ হোসেন ফারুক (৪৪) ও মিরওয়ারিশপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে লোকমান হোসেন রিপন (৩৬)।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধারের অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারবাহিকতায় শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি গিয়াস উদ্দিন, সৌরভ ও রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
