|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের তারাগঞ্জে বিআরটিসি বাস ও মিনিবাসের সংঘর্ষে বনিতা রানী (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বেলতলী এলাকার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনিতা রানীর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রামে। এ ঘটনায় নিহতের স্বামী মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী বিআরটিসি বাস ও রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নুরানী ট্রাভেলস নামে অপর একটি বাস ওই বিদ্যালয়ের সামনে পৌঁছলে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়।
এ সময় বিআরটিসির বাসটি সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী যাত্রী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় বিআরটিসি বাসের চালকের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্বামী ষষ্ঠী মহন্ত।
