Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

Icon

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২২, ০৫:০৯ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ভোলার চরফ্যাশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন গ্রুপের মধ্যে এ সংঘর্ষেও ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন উভয়পক্ষ দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় উভয় গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার অভিযোগ করে জানান, আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে লিখন চেয়ারম্যান গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তাদের ২০-২৫ জন আহত হয়েছে।

তবে সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন এই অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে দুলালহাট থানার ওসি মোরাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

ভোলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম