Logo
Logo
×

সারাদেশ

নদীতে গোসলে করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২২, ০১:১০ পিএম

নদীতে গোসলে করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে বন্ধুদের সঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আলিফ  মোল্যা (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নেমেছে কালিয়া ও খুলনা ফায়ার স্টেশনের কর্মীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ আলিফ বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও নড়াগাতি থানার চোরখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আলিফসহ ৩ বন্ধু শুক্রবার দুপুরে নবগঙ্গা নদীর বড়দিয়া  ফেরিঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে আলিফ ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর তীব্র স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। 

এ ঘটনার পর তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। স্বজনদের পাশাপাশি উদ্ধার অভিযানে কালিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অংশ নিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নড়াগাতি থানার ওসি সুকান্ত কুমার সাহা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

নদী গোসল স্কুলছাত্র নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম