ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে প্রাণ গেল যুবকের
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৩:১২ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার বেড়ায় ভাবিকে উত্ত্যক্ত করার প্রতিবাদের জের ধরে শিপন হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার আমিনপুরে এ ঘটনা ঘটে।
শিপন হোসেন উপজেলার আমিনপুর থানার ঘোপসিলিন্দা গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শিপনের ভাই লিটন হোসেনের স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ (৩০)।
এ নিয়ে শিপন প্রতিবাদ করলে সৌরভের সঙ্গে তার ঝামেলা হয়। পরে শিপনের ভাবি খুশি খাতুন বাদী হয়ে সৌরভকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ নিয়ে বেশ কিছুদিন ধরে সৌরভ ও তার ভাই সম্রাটের সঙ্গে শিপনের বিরোধ চরম পর্যায়ে পৌঁছে। শনিবার রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন শিপন।
এ সময় সম্রাট ও তার লোকজন শিপনের ওপর হামলা চালায়। তারা শিপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আমিনপুর থানার ওসি রওশন আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
