Logo
Logo
×

সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৫:২৬ এএম

কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াছিন মিয়া (২৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়াছিন মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি একটি রেস্টুরেন্টে কাজ করেন। 

এ ঘটনায় আটক কাভার্ড ভ্যানচালক আল-আমিন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার ওসমান গনির ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় কুরিয়ার পারসেল বহনকারী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে আরোহী সড়কের উপর যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

লাশ দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম