কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২২, ০৫:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াছিন মিয়া (২৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি একটি রেস্টুরেন্টে কাজ করেন।
এ ঘটনায় আটক কাভার্ড ভ্যানচালক আল-আমিন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার ওসমান গনির ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় কুরিয়ার পারসেল বহনকারী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে আরোহী সড়কের উপর যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
