ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও সাংবাদিকদের ওপর হামলার মধ্যদিয়ে রাজশাহীতে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর ভুবন মোহন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবদল নেতাকর্মীদের মধ্যে পরস্পরের ওপর হামলা ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সমাবেশের শেষের দিকে যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা একযোগে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এতে ৬ জন সংবাদকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কড়া পুলিশ পাহারায় নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়। মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ নেতারা বক্তব্য দেন।
প্রধান অতিথি সেলিমা রহমান সমাবেশে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার গভীর ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ সরকারের এই নৃসংশতা মেনে নেবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা ও দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা হবে বলে সমাবেশে ঘোষণা দেন প্রধান অতিথি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
এদিকে সমাবেশের শেষের দিকে মঞ্চের সামনে বসা নিয়ে যুবদল নেতাকর্মীদের মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা ঘটে। এ সময় টিভি চ্যানেলের ক্যামেরাপার্সনরা ছবি তোলা শুরু করলে মহিলা দলের নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর হামলা করে। ওই সময় নিজেদের মধ্যে মারামারি ছেড়ে দিয়ে যুবদল নেতাকর্মীরাও সাংবাদকর্মীদের ওপর চড়াও হয়। এতে ক্যামেরাপার্সন লেলিন, আব্দুস সালাম, ইসলাম, আবু সাঈদ, খোকন এবং বাপ্পী আহত হন। তাদের কয়েকজনের ক্যামেরা ভেঙে ফেলা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতারা ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন। তারা হামলাকারীদের শাস্তি দাবি করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। পুলিশ দ্রুত সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
