Logo
Logo
×

সারাদেশ

বিয়ের আশ্বাস দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৪:৩২ পিএম

বিয়ের আশ্বাস দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

বিয়ের প্রলোভনে নাটোরের সিংড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যুবক উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছিলামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন যুবক সুমন আলী। পরে ওই ছাত্রীকে বিয়ের অস্বীকৃতি জানালে বুধবার রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগীকে ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম