Logo
Logo
×

সারাদেশ

ছুটি শেষে সকালে কর্মস্থলে যান আলাউদ্দিন, রাতে না ফেরার দেশে

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০২:৫৭ পিএম

ছুটি শেষে সকালে কর্মস্থলে যান আলাউদ্দিন, রাতে না ফেরার দেশে

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুন নেভাতে গিয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. আলাউদ্দিন (৩৫)। এক সপ্তাহের ছুটি শেষে শনিবার সকালে তিনি কর্মস্থলে যোগ দেন।

নিহত আলাউদ্দিন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের আবদুর রশিদ মেম্বারের ছেলে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে চলছে শোকের মাতম। 

আলাউদ্দিন ছয় ভাই ও চার বোনের সংসারে ভাইদের মধ্যে পঞ্চম। তাজউদ্দিন তাহিম নামে তার ৬ বছরের একমাত্র সন্তান রয়েছে।

আলাউদ্দিনের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাবা আবদুর রশিদ, মা মমতাজ বেগম ও স্ত্রী তাছলিমা সুলতানাসহ স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে গ্রামের আকাশ বাতাস। 

আলাউদ্দিনের বড়ভাই জহির উদ্দিন জানান, এক সপ্তাহ ছুটি শেষে শনিবার সকালে আলাউদ্দিন চাটখিল থেকে কর্মস্থল চট্টগ্রামের কুমিরায় যায়। রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে তার মৃত্যু ঘটে।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম