বন্যার পানিতে ডুবে নিখোঁজ সেই যুবকের লাশ উদ্ধার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২২, ১২:৪৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজ আক্কাস আলীর (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আক্কাস আলী দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
গতকাল শুক্রবার আক্কাস আলী জানতে পারেন, বন্যার পানিতে চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে তার আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বিকালে তিনি লোকজন নিয়ে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তার সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও তলিয়ে যান। অন্যরা সাঁতার কেটে ওপরে উঠলেও নিখোঁজ ছিলেন আক্কাস আলী।
শনিবার দুপুরে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় ওই এলাকা থেকে আক্কাস আলীর লাশ উদ্ধার করা হয়।
দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের প্রায় ১৫০ গজ দূর থেকে আক্কাস আলীর লাশ উদ্ধার করা হয়েছে।
