|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় শিয়ালের কামড়ে একটি ছাগলসহ চারজন আহত হয়েছেন। উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে সুলতানপুর গ্রামে ১৫-২০টি শিয়াল আনাঘুনা করছে। এই শিয়ালের আক্রমণে চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন— সুলতানপুর গ্রামের বর্ষা খাতুন (২০), মুক্তার আলী (৬৫), বুলবুলু বেগম (৫০) ও আরজিত আলী (৫৫)। শিয়ালের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এ গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। শিয়ালের উৎপাত ঠেকাতে গ্রামবাসী লাঠি নিয়ে চলাচল করছে।
এ বিষয়ে সুলতানপুর গ্রামের সুজন আলী জানান, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে গরমে বাড়ির মানুষ বাইরে বসেছিল। এ সময় শিয়াল কামড়ে দিয়েছে। এই গ্রামের আবদুল খালেক সরদারের একটি ছাগলকে কামড়ে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. রাকিব হাসান জানান, শিয়ালের কামড়ে সুলতান গ্রামের চারজন চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ভ্যাকসিনসহ অন্যান্য ওষুধ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, খোঁজ নিয়ে জেনেছি, কিছু শিয়াল সুলতানপুর গ্রামের লোজনকে কামড় দিয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
