Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা উল্টে ট্রাকের নিচে প্রাণ গেল মা-ছেলের

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৪:২০ এএম

অটোরিকশা উল্টে ট্রাকের নিচে প্রাণ গেল মা-ছেলের

সিলেটের কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও তিনজন। 

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার পানি নেমে গেলেও সড়কে পাথর ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে— পাথরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এর পর একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত হন। 

তিনি আরও বলেন, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট নিহত দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম