অটোরিকশা উল্টে ট্রাকের নিচে প্রাণ গেল মা-ছেলের
সিলেটের কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও তিনজন।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামো. সাদেকুর রহমান বলেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার পানি নেমে গেলেও সড়কে পাথর ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে— পাথরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এর পর একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত হন।
তিনি আরও বলেন, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অটোরিকশা উল্টে ট্রাকের নিচে প্রাণ গেল মা-ছেলের
সিলেটের কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও তিনজন।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার পানি নেমে গেলেও সড়কে পাথর ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে— পাথরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এর পর একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত হন।
তিনি আরও বলেন, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।