Logo
Logo
×

সারাদেশ

ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

Icon

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১১:৩৯ এএম

ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

নড়াইলের কালিয়ায় বালুবোঝাই ট্রলি গাড়ির চাপায় আসিফ মিনা (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আসিফ শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। মোল্যাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দেয়। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথেই মারা যায়। 

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, ট্রলিগাড়িটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাদ্রাসাছাত্র নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম