Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতা রিপন হত্যা মামলার আসামি গ্রেফতার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১২:১৫ পিএম

আ.লীগ নেতা রিপন হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জের পরিবহণ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঁঞা রিপন হত্যা মামলার আসামি ইকবাল হোসেন সাইফুলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাইফুল উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের তবারক উল্যার ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, ২০২১ সালের ২৮ অক্টোবর রিপনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় হত্যাকারীরা। 

ঘটনার পরদিন পরিবার থানায় মামলা করে। সাইফুলকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও মূল পরিকল্পকারী হিসেবে শনাক্ত করে মামলায় ২ নাম্বার আসামি করা হয়। 

ওসি আরও জানান, শুক্রবার জানতে পারি সাইফুল দেশে থেকে পালাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন। বিকালে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে সাইফুলকে আদালতে পাঠানো হবে।

এর আগে পুলিশ অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম