Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৪:২৫ পিএম

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা

ছবি-যুগান্তর

গাজীপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে শনিবার সদর উপজেলার হোতাপাড়ায় শ্যামলী রিসোর্টে কুরআন খতম, দোয়া মাহফিল, গণভোজ ও স্মরণসভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগান্তরের উপ-সম্পাদক বিএম জাহাঙ্গীর বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। দেশের মানুষকে তিনি ভালোবাসতেন। স্বাধীনচেতা এই মানুষটি ৭১ সালে বীরের মতো যুদ্ধ করেছেন। স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। গড়ে তুলেছেন শিল্পপ্রতিষ্ঠান। কর্মসংস্থানের মাধ্যমে লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বিদেশে অর্থ পাচার না করে দেশের মাটিতে বিনিয়োগ করেছেন। 

তিনি আরও বলেন, এই শিল্পপতি ভোক্তাকে কখনো ঠকানোর চিন্তা করতেন না। তিনি নিজেও যেমন দায়িত্বের অবহেলা করতেন না, তেমনই কারো ফাঁকিবাজি পছন্দ করতেন না। শ্রমজীবী মানুষকে তিনি পছন্দ করতেন। 

বিএম জাহাঙ্গীর বলেন, একজন ব্যবসায়ী হিসেবে যেমন নুরুল ইসলাম সফল ছিলেন, তেমন পারিবারিক জীবনেও ছিলেন সুখী মানুষ। শত ব্যস্ততার মাঝেও তিনি পরিবারকে সময় দিতেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার বন্ধন ছিল খুবই চমৎকার।

অনুষ্ঠানে ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়।

স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রহমত উল্লাহ। এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিসহ তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।

যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সভাপতিত্বে ও শ্রীপুর প্রতিনিধি মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীম নাঈম, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম ও জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন নাওজোড় হাইওয়ে থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আমিনুল ইসলাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার পলাশ মিয়া, জেলা প্রতিনিধি হোসেন আলী বাবু, যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি আব্দুল আলিম, কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম, টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি জাকির হোসেন, টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, কোনাবাড়ি কাশিমপুর থানা প্রতিনিধি মনির হোসাইন মন্ডল, ভালুকা প্রতিনিধি জুয়েল রানা, ত্রিশাল প্রতিনিধি খোরশেদুল আলম মজিদ, গফরগাঁও প্রতিনিধি শফিউল আলম মারুফ, মুক্তাগাছা প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।

বক্তারা শিল্পপতি নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণসভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম