Logo
Logo
×

সারাদেশ

তুরাগ নদ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

Icon

গাছা (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০১:৪৪ পিএম

তুরাগ নদ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

তুরাগ নদ। ফাইল ছবি

গাজীপুরে তুরাগ নদ থেকে মোয়াজ্জের বিন আলম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মহানগরীর গাছা থানার পলাশোনা এলাকায় তুরাগ নদে সোমবার দুপুরে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

মোয়াজ্জের বিন আলম নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এফ ব্লকের ১০ নাম্বার রোডের ১২৩ নাম্বার বাড়ির রেজাউল আলম হিরোর ছেলে।

নিহতের মামা জহির উদ্দিন জানান, মোয়াজ্জের গত শনিবার ইউনিভার্সিটি থেকে ফোন করে তার মাকে জানায় বন্ধুদের সে সঙ্গে পঞ্চগড় যাবে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সোমবার দুপুরে গাজীপুর মহানগরের পলাশোনা এলাকায় স্থানীয়রা তুরাগ নদে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। তার পকেটে থাকা মোবাইল ও পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেয় পুলিশ। 

দুপুর ২টায় নৌ-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

টঙ্গী নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী জানান, লাশটি ফুলে বিকৃত হয়ে গেছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশ্ববিদ্যালয় ছাত্র লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম