বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে নিয়ে জলিলের সংগ্রহশালা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৪:১৫ পিএম
ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিচিত্র, বিশ্বের আলোচিত ঘটনা ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে ব্যতিক্রমী এক সংগ্রহশালা তৈরি করেছেন ময়মনসিংহের গৌরীপুরের সংবাদপত্র বিক্রেতা আছির উদ্দিন চৌধুরী জলিল।
তার এ সংগ্রহশালায় সংবাদপত্র কাটিংয়ে রয়েছে বিশ্ব মোড়ল, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, খেলোয়াড়, গবেষক, চলচ্চিত্র শিল্পী, সংগীত শিল্পী, রাজনৈতিক ব্যক্তিসহ হাজারও জানা-অজানা তথ্যের ভাণ্ডার।
তাদের সঙ্গে বিশাল জায়গাজুড়ে রয়েছেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার সংগ্রামী জীবন, শিল্পপ্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিদের মূল্যায়ন তুলে ধরা হয়েছে গ্যালারিতে। রয়েছে যুগান্তরে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ও সাময়িকী।
এ প্রসঙ্গে জলিল বলেন, বীর মুক্তিযোদ্ধা আমাদের মালিক ছিলেন। তার সংগ্রামী জীবন আমি তুলে ধরেছি। তিনি এ দেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমিও উনার খুব ভক্ত ছিলাম।
জলিল ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়ার মৃত আলী হোসেন চৌধুরীর ছেলে। দাম্পত্য জীবনে এক কন্যাসন্তানের জনক। দৈনিক পত্রিকাসহ সংবাদপত্র-সাময়িকী বিক্রি করেন তিনি। পাশাপাশি নিজের দোকানে পত্রিকার কাটিং সংগ্রহ করেন। বিগত তিন বছরের বিশ্বের আলোচিত-সমালোচিত সব ঘটনা রয়েছে তার সংগ্রহশালায়।
