কাঁচামরিচের পর শুকনা মরিচের দাম বাড়ল এক লাফে ৮০ টাকা
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০১:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে শুকনা মরিচের দাম। প্রতি কেজি দেশি শুকনা মরিচ ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২২০ টাকা।
অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত কারেন্ট শুকনা মরিচ কেজিপ্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সরবরাহ কমের কারণে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
হিলি বাজারের শুকনা মরিচ ক্রেতা মাহমুদুল হাসান বাবু জানান, পেঁয়াজের দাম কিছুটা কমেছে তবে কাঁচামরিচ এবং শুকনা মরিচের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি প্রকারভেদে শুকনা মরিচ ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে। যেভাবে প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেই ভাবে তো আয় বৃদ্ধি পায়নি। আমরা গরিব মানুষ, দিন আনে দিন খাই। প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করতো তবে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করতে সাহস পেত না।
হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ঈদের আগে সরবরাহ ভালো থাকায় শুকনা মরিচের দাম কম ছিল। কিন্তু ঈদের পর সরবরাহ কমেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ বিরাজ করছে, এতে মরিচের ফুল নষ্ট হয়েছে। উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচা মরিচের উৎপাদন কমেছে। এতে কৃষকরা শুকনা মরিচ করতে না পারায় বাজারে সরবরাহ কম।
অন্যদিকে আগে বগুড়া ও পঞ্চগড় অঞ্চল থেকে শুকনা মরিচ এলেও এখন শুধুমাত্র পঞ্চগড় থেকে মরিচ আসছে। এসব কারণে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বেড়েছে বলে শাহাবুল ইসলাম জানান।
