Logo
Logo
×

সারাদেশ

রংপুরে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টার ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৭:৫০ পিএম

রংপুরে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টার ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ মোতাহার কমার্শিয়াল কমপ্লেক্স (ষষ্ঠ তলায়) দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে এ  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন পেশ ইমাম মৌলভী শফিকুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান।

বক্তব্য রাখেন- রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির আহবায়ক কবি বাদল রহমান, সদস্য সচিব সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, আমাদের প্রতিদিনের বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবীর বিপ্লব, উপ-সম্পাদক নাজমুল হক, ব্যবসায়ী লিটন মিয়া, মনিরুজ্জামান মনির, সুমন মিয়া, মানিক মিয়া, রিজু ইসলাম প্রমুখ।

এছাড়াও স্বজন সমাবেশের সদস্যবৃন্দ, সংবাদকর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নুরুল ইসলাম প্রকৃত দেশপ্রেমিক বলেই দেশের টাকা দেশেই বিনিয়োগ করেছেন, বিদেশে পাচার করেননি। তিনি যে চেতনা বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সেই চেতনাই দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন। নুরুল ইসলাম ছিলেন একজন কর্মবীর ও দৃঢ় আত্মপ্রত্যয়ী। তার লক্ষ্যই ছিল সামনের দিকে এগিয়ে যাওয়া। তিনি বড় শিল্প গোষ্ঠীর মালিক হবেন তা বহু আগেই স্বপ্ন দেখতেন। তিনি মাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে ব্যবসায় আত্মনিয়োগ করেন এবং তিনি সফলও হন।

রংপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম