Logo
Logo
×

সারাদেশ

শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০২:৩১ পিএম

শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

কুমিল্লার বরুড়ায় শিক্ষকের বেত্রাঘাতে সিহাব হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সিহাব হোসেন (১৪) শশইয়া গ্রামের শুকুর আলী ডিলারের ছেলে।

অভিযুক্ত আব্দুর রব ঝলম ইউনিয়নের মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক। সিহাব ওই শিক্ষকের তত্ত্বাবধানে নূরানী শিক্ষা গ্রহণ করছিল।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সিহাবের ভাবি সাবিকুন নাহার ঝুমুর। 

তিনি বলেন, আমার দেবর সিহাবকে গত কয়েক দিন আগে মেড্ডা মাদ্রাসার শিক্ষক আব্দুর রব বেত্রাঘাত করেন। এ সময় সিহাব অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে ওষুধ এনে খাওয়ান। তাতেও সে সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফোন করে সিহাবের অসুস্থতার খবর জানানো হয়। পরে আমার শ্বশুর মাদ্রাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। সিহাবের অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে সিহাবের মৃত্যু হয়। 

মৃত্যুর আগে নিহত ওই ছাত্র তার মায়ের কাছে জানায়, অনুমতি ছাড়া অপর এক ছাত্রের একটি পেয়ারা খেয়ে ফেলার অভিযোগ এনে শিক্ষক আব্দুর রব তাকে ২শ বেত্রাঘাত করে। এতে সে একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলে। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে শিক্ষকের বেত্রাঘাতে সিহাবের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রবকে অনেক চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠানো হলে তাতেও কোনো উত্তর মেলেনি।

মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমেদ শফি বলেন, সিহাবের পরিবারের সঙ্গে কথা বলছি। এখন এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। 

ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, স্থানীয় মেম্বারের কাছে ঘটনাটি শুনেছি। তবে সিরিয়াস কোনো মারধর করা হয়নি বলে জেনেছি। তারপরও আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।  

এ বিষয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।
 

মৃত্যু অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম