মাদ্রাসা ছাত্রীকে অপহরণ আটক ২
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০৫:৫৬:১২ | অনলাইন সংস্করণ
মাদ্রাসার আবাসিকে থাকতে অনিচ্ছুক শিক্ষার্থী কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার হয়। ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় মো. জাহেদ (১৯) ও মো. ইব্রাহীম (২০) নামে দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার বিকেলে ওই দুই অপহরণকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে উক্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার বিকেলের দিকে উক্ত ক্যাম্পের সদস্যরা অপহরণকারী হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাড়িয়া গ্রামের আবুল কাশেমের পুত্র মো. জাহেদকে হাটহাজারী কলেজ গেট এবং একই এলাকার মৃত খায়রুল বসারের পুত্র মো. ইব্রাহীমকে ফটিকছড়ি এলাকায় থেকে আটক করে।
র্যা ব সূত্র জানায়, হাটহাজারী পৌরসভার একটি মহিলা মাদ্রাসার আবাসিকে ৭ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী থাকতে অনিচ্ছুক ছিল। তাই, গত ৩ আগস্ট সকালে কাউকে কিছু না বলে নানার বাড়ি চট্টগ্রাম নগরির হালিশহরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।
এরপর ওই শিক্ষার্থী হাটহাজারী বাসষ্ট্যান্ড আসলে মো. জাহেদ এবং তার সহযোগী মো. ইব্রাহীম তাকে নানার বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে হালিশহর না গিয়ে অসৎ উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিতরে ঢুকে নির্জন জায়গায় নিয়ে যায় এবং ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দিতে থাকে।
পরবর্তীতে তাকে চবি থেকে হাটহাজারী বাসস্টেশন থেকে নিউমার্কেট পৌঁছে সিএনজি যোগে পাহাড়তলী বউবাজার আমতল গেলে কৌশলে আসামীদের কবল থেকে পালিয়ে একটি বাসায় আশ্রয় নেয়।
এদিকে, অপহ্নত শিক্ষার্থীর বাবা মেয়েকে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বিষয়টি র্যা্বকে অবহিত করে। পরে বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার সকালে র্যায়ব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উক্ত এলাকা থেকে অপহ্নত শিক্ষার্থীকে উদ্ধার করে।
অন্যদিকে, একই দিন বিকেলে ওই দুই অপহরণকারীকে হাটহাজারী ও ফটিকছড়ি এলাকা থেকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন র্যাবব ওই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদ্রাসা ছাত্রীকে অপহরণ আটক ২
মাদ্রাসার আবাসিকে থাকতে অনিচ্ছুক শিক্ষার্থী কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার হয়। ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় মো. জাহেদ (১৯) ও মো. ইব্রাহীম (২০) নামে দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার বিকেলে ওই দুই অপহরণকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে উক্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার বিকেলের দিকে উক্ত ক্যাম্পের সদস্যরা অপহরণকারী হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাড়িয়া গ্রামের আবুল কাশেমের পুত্র মো. জাহেদকে হাটহাজারী কলেজ গেট এবং একই এলাকার মৃত খায়রুল বসারের পুত্র মো. ইব্রাহীমকে ফটিকছড়ি এলাকায় থেকে আটক করে।
র্যা ব সূত্র জানায়, হাটহাজারী পৌরসভার একটি মহিলা মাদ্রাসার আবাসিকে ৭ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী থাকতে অনিচ্ছুক ছিল। তাই, গত ৩ আগস্ট সকালে কাউকে কিছু না বলে নানার বাড়ি চট্টগ্রাম নগরির হালিশহরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।
এরপর ওই শিক্ষার্থী হাটহাজারী বাসষ্ট্যান্ড আসলে মো. জাহেদ এবং তার সহযোগী মো. ইব্রাহীম তাকে নানার বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে হালিশহর না গিয়ে অসৎ উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিতরে ঢুকে নির্জন জায়গায় নিয়ে যায় এবং ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দিতে থাকে।
পরবর্তীতে তাকে চবি থেকে হাটহাজারী বাসস্টেশন থেকে নিউমার্কেট পৌঁছে সিএনজি যোগে পাহাড়তলী বউবাজার আমতল গেলে কৌশলে আসামীদের কবল থেকে পালিয়ে একটি বাসায় আশ্রয় নেয়।
এদিকে, অপহ্নত শিক্ষার্থীর বাবা মেয়েকে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বিষয়টি র্যা্বকে অবহিত করে। পরে বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার সকালে র্যায়ব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উক্ত এলাকা থেকে অপহ্নত শিক্ষার্থীকে উদ্ধার করে।
অন্যদিকে, একই দিন বিকেলে ওই দুই অপহরণকারীকে হাটহাজারী ও ফটিকছড়ি এলাকা থেকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন র্যাবব ওই কর্মকর্তা।