জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ
খুলনা ব্যুরো
০৬ আগস্ট ২০২২, ২০:৫৯:৫৫ | অনলাইন সংস্করণ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে বিএনপি। মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকাল ৫টায় এ কর্মকসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে এক পথসভায় খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। আর অবৈধ দখলদার সরকার ক্ষমতায় থাকতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে।
‘যারা গণতন্ত্র হত্যা করেছে আমরা তাদের ছাড়ব না। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে, সেই আগুনে তাবেদার লুটেরা সরকার জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।’
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে বিএনপি। মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকাল ৫টায় এ কর্মকসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে এক পথসভায় খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। আর অবৈধ দখলদার সরকার ক্ষমতায় থাকতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে।
‘যারা গণতন্ত্র হত্যা করেছে আমরা তাদের ছাড়ব না। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে, সেই আগুনে তাবেদার লুটেরা সরকার জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।’
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু প্রমুখ।