Logo
Logo
×

সারাদেশ

মায়ের সঙ্গে ঝগড়া থামাতে বাবাকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৬:৫৪ এএম

মায়ের সঙ্গে ঝগড়া থামাতে বাবাকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কুমিল্লার বরুড়ায় বাবা-মায়ের ঝগড়া থামাতে না পেরে একপর্যায়ে বাবার পেটে ছুরি মেরে দিলেন লিমন নামে তাদের একমাত্র ছেলে। 

বৃহস্পতিবার গভীর রাতে ছুরিকাঘাতে আহত বাবা জুলহাস মোল্লা (৪০) চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এর আগে গত রোববার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল হালিম মোল্লার ছোট ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া বলেন, গত রোববার জুলহাস মোল্লা ও তার স্ত্রী রূপা আক্তারের মধ্যে ঝগড়া হয়। ওই দম্পতির একমাত্র ছেলে লিমন তাদের ঝগড়া থামাতে বারবার চেষ্টা করেন। 

এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে লিমন তার বাবা জুলহাস মোল্লার পেটে ছুরিকাঘাত করলে গুরুতরভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান জুলহাস। ঘটনার পর থেকে ঘাতক সন্তান লিমন পলাতক রয়েছে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, এ ঘটনা সম্পর্কে আগে আমাদের কেউ অবগত করেননি। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ছুরিকাঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম