Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেফতার হয়েছিলেন তারা

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:০৯ এএম

বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেফতার হয়েছিলেন তারা

কিশোরগঞ্জের ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন ২২ জন। তারা দীর্ঘদিন কারাভোগ করেছিলেন। 

কিন্ত এখন তাদের খবর কেউ রাখে না। এমনকি ১৫ আগস্ট স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের অনুষ্ঠানগুলোতে তাদের দাওয়াতও দেয় না বলে জানান তারা।

দিনটি ছিল ১৯৭৬ সালের ১৫ আগস্ট। বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীর দিন ছিল। ভৈরবের তৎকালীন যুবলীগ নেতা ফখরুল আলম আক্কাস স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে আলোচনা করে মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী, ১৫ আগস্ট তারিখে অতি গোপনে হাজি আসমত কলেজের নিউ হোস্টেলে মিলাদ, দোয়া ও কুরআন খতমের আয়োজন করেন তারা।  

এদিন বিকাল সাড়ে ৩টার মধ্য ১০-১২ জন মৌলভী উপস্থিত হয়ে কুরআন খতম শুরু করেন। একজন একজন করে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২২ নেতাকর্মী বিকাল ৪টার মধ্যে কলেজের নিউ হোস্টেলে উপস্থিত হন। এ সময় পুলিশ রুমে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। তার পর মৌলভীসহ ২২ জনকে থানায় নিয়ে হাজতে রাখে।

তবে ভৈরব থানা থেকে মৌলভীদের মুচলেকা রেখে ওই দিনই ছেড়ে দেওয়া হয়। বাকিরা দীর্ঘ কয়েক মাস কারাভোগ করার পর জেল থেকে ছাড়া পান।

সেদিন যারা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, তারা হলেন— ফখরুল আলম আক্কাস, আসাদুজ্জামান ফারুক (বর্তমানে সাংবাদিক), রুহুল আমিন, মতিউর রহমান, মফিজুর রহমান, জজ মিয়া, জিল্লুর রহমান জিল্লু, মাহাবুব আলম, আসাদ মিয়া, ফিরোজ মিয়া, আতাউর রহমান, ফজলুর রহমান, আসাদুল হক শিশু, আজমল ভূঁইয়া, শাহজালাল হোসেন, সুবল চন্দ্র কর, দীলিপ চন্দ্র সাহা, দীজেন্দ্র চন্দ্র সাহা, রসরাজ সাহা, আবদুল হামিদ, ইদ্রিস মিয়া ও মাহবুবুর রহমান। 

২২ জনের মধ্য ইতোমধ্যে ছয়জন মৃত্যুবরণ করেছেন। যারা বেঁচে আছেন, তাদের মধ্য অনেকে দুঃখ-কষ্ট নিয়ে জীবনযাপন করছেন। 

এ বিষয়ে সেদিনের গ্রেফতারকৃত যুবলীগ নেতা ফখরুল আলম আক্কাস বলেন, আমরা সেদিন দুঃসাহসিকতার সঙ্গে মৃত্যুবার্ষিকীর আয়োজন করেছিলাম। 

তিনি বলেন, এ দেশে কোথাও বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন হয়েছিল কিনা আমার জানা নেই। আমরা ভাবতেও পারিনি মিলাদ-দোয়ার জন্য গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করতে হবে। 

কিশোরগঞ্জ কারাভোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম