জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এস কিউ গ্রুপের বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা কর্মসূচি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৫:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বরুড়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এস কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এদিন এস কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীমের উপস্থিতিতে আড্ডা উন্নয়ন সংঘের আয়োজনে দুপুর ২টায় এস কিউ গ্রুপের আর্থিক সহায়তায় কলেজ রোডে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচি শেষে এস কিউ ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বাহাদুরুজ্জামান (বাহাদুর), এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মো. তোফায়েল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, এস কিউ গ্রুপের সিনিয়র ম্যানেজার মাইনুউদ্দিন মুকুলসহ এস কিউ গ্রুপ ও ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা।
