Logo
Logo
×

সারাদেশ

সাজেকে গাড়ি উল্টে প্রাণ গেল ২ জনের

Icon

বাঘাইছড়ি প্রতিনিধি 

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৪:৫৮ এএম

সাজেকে গাড়ি উল্টে প্রাণ গেল ২ জনের

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপগাড়ি উল্টে ইলিয়াস হোসেন (৪৫) ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে দুজন নিহত হয়েছেন। 

বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা ২নং কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার সাজেক মাচালং এলাকায়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মাচালংবাজার থেকে একটি জিপগাড়ি কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সাজেক থানার ওসি নুরুল হক নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লাশ দুর্ঘটনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম