Logo
Logo
×

সারাদেশ

তালতলীতে জাতীয় পার্টির প্রতিনিধি সভা

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম

তালতলীতে জাতীয় পার্টির প্রতিনিধি সভা

বরগুনার তালতলীতে জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা পরিষদসংলগ্ন কারিতাস ভবনের সম্মেলন  কক্ষে শুক্রবার এ সভা হয়। 

উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি মো. আল আমিনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম খলিলুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মোস্তফা জামান লিটন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান রাসেল ও মো. জসিম উদ্দিন, বরগুনা পৌর জাতীয় পার্টির সভাপতি মো. মনিরুল ইসলাম, বরগুনা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. রুহুল আমিন, বরগুনা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিলন শিকদার, বরগুনা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, জেলা যুব সংহতির সভাপতি হানিফ হোসেন বাবু, হাফেজ আব্দুস সালাম, কাজী মহিবুল্লাহ ও মি. উচান মং এরশাদ প্রমুখ। সভায় জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে। 

জাতীয় পার্টি প্রতিনিধি সভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম