প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা ইপিজেডের এক নারী শ্রমিকের কিল-ঘুসিতে মাহমুদা বেগম নামের আরেক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর উনাইশার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদা বেগম (৪০) জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটাংঘর এলাকার মো. খালেকুজ্জামানের মেয়ে। তিনি কুমিল্লা ইপিজেডে বেনটিক্স নামে একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
ঘাতক রহিমা আক্তার (২২) জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। স্থানীয়রা ঘাতক রহিমাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোখলেসুর রহমান জানান, নিহত মাহমুদা এবং ঘাতক রহিমা উভয়েই কুমিল্লা ইপিজেডের গার্মেন্টস শ্রমিক ছিলেন। তারা উভয়ই নগরীর উনাইশার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার আগে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘাতক রহিমা কিল-ঘুসি দিলে মাহমুদা মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক রহিমাকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় ঘাতক রহিমার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। মারামারির নেপথ্যে অন্যকিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত মাহমুদার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
