চালককে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অতঃপর...
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় যাত্রী সেজে ওঠে মাঝপথে চালককে মারধর করে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করার অভিযোগে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার আদমসার ইরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ছিনতাইকারীরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার ভূষনা এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. শামীম (৩৫) এবং একই উপজেলার নূরমানিকচর এলাকার নূরুল ইসলামের মেয়ে নূরজাহান আক্তার মাহিনূর (৪০)।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, উপজেলার আদমসার দক্ষিণ পাড়া এলাকার শহরআলী দরবেশ বাড়ির দুলাল মিয়ার ছেলে জুয়েল রানা তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ইরানী বাজার যান। সেখান থেকে ছিনতাইকারী শামীম এবং মাহিনূর বিয়ের বাজার করবে বলে বুড়িচং উপজেলার নিমসার যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করেন।
তিনি বলেন, নিমসার যাওয়ার পথে আদমসার ইয়াসিনের স মিলের কাছে এলে চালক জুয়েলের পাশে বসা ছিনতাইকারী শামীম চালক জুয়েলকে লাথি মেরে অটোরিকশা থেকে ফেলে দেয়। এ সময় অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জুয়েলের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ২ ছিনতাইকারীকে আটক করে বরুড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, ভুক্তভোগী জুয়েল লিখিত অভিযোগ দিলে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ২ ছিনতাইকারীকে।
