Logo
Logo
×

সারাদেশ

শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৮:৪০ এএম

শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় কাউসার হোসেন (৮) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত কাউসার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই উপজেলার আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রামে দাদার বসতঘরের আড়ায় ওড়না পেঁচানো মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। শিশুর ঝুলন্ত মরদেহের খবর শুনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ৮ বছরের শিশু ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়ার ঘটনাটি রহস্যের সৃষ্টি করে। 

শিশু কাউসারের বাবা মো. মানিক মিয়া বলেন, বিকাল থেকেই কাউসারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর তার দাদার ঘরের আড়ার সঙ্গে লটকে আছে দেখে লোকজন চিৎকার শুরু করলে গিয়ে দেখা যায় সে মারা গেছে। কেন কীভাবে এ ঘটনা ঘটনা ঘটেছে আমি কিছুই জানি না।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনা শিশু লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম