|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানসী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই বোন হলো- ওই গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা বেগম (৯) ও তার চাচাতো বোন সিদ্দিক আলীর মেয়ে রুজিনা (১০)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
জানা যায়, সদর উপজেলার সুলতানসী গ্রামের শিমলা বেগম ও তার চাচাতো বোন রুজিনা বিদ্যুতের সুইচ টিপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
