সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৩:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ দুজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মশিপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত জেলহক (৩৫) সিএনজিচালক। সে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাঁচামারা গ্রামের রুনা আলীর ছেলে। অপরজনের নাম আরিফুল ইসলাম আরিফ(৩০)। তার বাড়ি উল্লাপাড়া বলে জানা গেছে।
আহতরা হলেন, তুলি বেগম (৩৩),মুজিদা খাতুন (৫০) ও ইমরান (২০)। এদের সবার বাড়ি শাহজাদপুর পৌর সদরের শক্তিপুর গ্রামে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকাল সাড়ে ৩টায় শাহজাদপুর থেকে তালগাছিগামী একটি সিএনজিচালিত অটোরিকশা পাবনা ঢাকা মহাসড়কের মশিপুর নামক স্থানে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৩০৬) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়েছেন।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস আহতদের প্রথমে শাহজাদপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদরে জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
