Logo
Logo
×

সারাদেশ

গণধর্ষণের শিকার সেই গৃহবধূর মৃত্যু

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০২:০৭ পিএম

গণধর্ষণের শিকার সেই গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে গণধর্ষণের শিকার গৃহবধূ সোনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। শুক্রবার জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের সাবেক স্বামী মাহিম মিয়াসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে গণধর্ষণের এ ঘটনা ঘটে। ওই দিন তাকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সাবেক স্বামী মাহিম ও তার বন্ধুরা গণধর্ষণ করে। 

এতে গুরুতর অসুস্থ হলে গৃহবধূকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রামনিখাই গ্রামের আলতাফ হোসেনের মেয়ে সোনিয়া আক্তার। সোনিয়াকে ৭ দিন বয়স থেকে দত্তক নেন আলতাফ হোসেনের শ্যালক উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের ফিরোজ আলম। সোনিয়া তার কাছেই বড় হন।

৭ মাস আগে উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট এলাকার মাহিম মিয়ার সঙ্গে বিয়ে হয় সোনিয়ার। বিয়ের পর থেকেই ৪ লাখ টাকা যৌতুকের জন্য সোনিয়াকে নির্যাতন করে আসছিল মাহিম। নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামীকে তালাক দেন সোনিয়া। 

সোনিয়ার পালক মা বানেছা বেগম জানান, যৌতুকের ৪ লাখ টাকা না দেওয়ায় সোনিয়াকে নির্যাতন করত মাহিম। এর ফলে দেড় মাস আগে সোনিয়া স্বামীকে তালাক দেয়। এরপর ফোনে সোনিয়ার সঙ্গে যোগাযোগ করত মাহিম। সোনিয়াকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে বৃহস্পতিবার রাতে মাহিম ও তার বন্ধুরা গণধর্ষণ করে। গুরুতর অসুস্থ সোনিয়াকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মারা যায়।
 
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, এখনো মামলা হয়নি। মাহিমসহ ৫ জনকে আটক করে থানায় আনা হয়েছে।

গণধর্ষণ শিকার গৃহবধূ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম