গুলি করেও গ্রেফতার করতে পারল না ছিনিয়ে নেওয়া আসামিকে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার দেবহাটায় গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম ওরফে কালুকে (৪০) ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খলিশাখালিতে এ ঘটনা ঘটে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শোভন দাশ, এএসআই আব্দুর রহিম গাজী, কনস্টেবল ফরহাদ হোসেন ও কনস্টেবল শাহজান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ।
এ ঘটনায় ছিনিয়ে নেওয়া আসামি কালুসহ ৯ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করেছেন।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, সম্প্রতি উপজেলার দেবীশহর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কাটা রাইফেল, ৭ রাউন্ড গুলি, দুটি রাম দা, রাউন্ড ও লাঠিসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কালু ডাকাতসহ বেশ কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হলে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খলিশাখালিতে ওই অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক কালু ডাকাতের অবস্থান নিশ্চিত করে পুলিশ। রাত আড়াইটার দিকে দেবহাটা থানা পুলিশের একটি দল খলিশাখালিতে অভিযান চালিয়ে কালু ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছিল।
পুলিশ সদস্যরা খলিশাখালির গফুর মস্তানের বাড়ির কাছাকাছি পৌঁছলেই গফুর মস্তান ও ইসমাইল মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশকে মারপিট করে আটক কালু ডাকাতকে ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
