Logo
Logo
×

সারাদেশ

চাটখিল আ.লীগের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক শাকিল

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৪:০৮ পিএম

চাটখিল আ.লীগের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক শাকিল

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার সকালে চাটখিল পিজি সরকারি মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতি অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হানিফ বলেন, আওয়ামী লীগ কোন কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, নিজাম উদ্দিন হাজারী এমপি, স্থানীয় এমপি এইচএম ইব্রাহিম, ফরিদা খানম সাকি এমপি, সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক সিহাব উদ্দিন শাহিন, শহিদ উল্যা খান সহেল, সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি  গোলাম কুদ্দুছ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা আহবায়ক কমিটির সদস্য নাছির উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম আলী তাহের ইভু, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ।

সম্মেলন শেষে ২য় অধিবেশনে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম