প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে ছাত্রলীগের বিক্ষোভ
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০১:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুপুরে ভাওয়াল মির্জাপুর এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ভাওয়াল মির্জাপুর বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- বুধবার রাতে ভাওয়াল মির্জাপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এ সময় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বক্তব্য দেওয়া হয়; যা ছাত্রলীগের প্রতিটি কর্মীকে আহত করেছে। তাই ২৪ ঘণ্টার মধ্যে কটূক্তিকারীদের গ্রেফতার করা না হলে ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
