দোহারে হেরোইন-ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সম্প্রতি ঢাকার দোহার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা ও ১শ গ্রাম হেরোইনসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দোহার-নবাবগঞ্জসহ আশপাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি দোহার থানার ওসি মোস্তফা কামাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- দোহার উপজেলার বড় বাস্তা এলাকার আবির (২৭), রাইপাড়া এলাকার মামুন (২৯), মালিক মৃদ্ধা (২৯), হৃত্তিক (২৫), সেলিম (২৬), আমিন (২৫), এমারত (২৯), রনি (২৫), ফজল (৩০), জাহিদ (২৬)। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
দোহার থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার বড় বাস্তা, খালপাড় ও রাইপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে এসব মাদক পাওয়া যায়।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং মাদক আইনে মামলা দিয়ে তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
দোহারে হেরোইন-ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
২৪ নভেম্বর ২০২২, ২০:১৪:৫৮ | অনলাইন সংস্করণ
সম্প্রতি ঢাকার দোহার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা ও ১শ গ্রাম হেরোইনসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দোহার-নবাবগঞ্জসহ আশপাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি দোহার থানার ওসি মোস্তফা কামাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- দোহার উপজেলার বড় বাস্তা এলাকার আবির (২৭), রাইপাড়া এলাকার মামুন (২৯), মালিক মৃদ্ধা (২৯), হৃত্তিক (২৫), সেলিম (২৬), আমিন (২৫), এমারত (২৯), রনি (২৫), ফজল (৩০), জাহিদ (২৬)। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
দোহার থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার বড় বাস্তা, খালপাড় ও রাইপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে এসব মাদক পাওয়া যায়।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং মাদক আইনে মামলা দিয়ে তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023