সরকারি প্রাথমিক স্কুলে ২ ভাইয়ের বস্তাবন্দি লাশ
jugantor
সরকারি প্রাথমিক স্কুলে ২ ভাইয়ের বস্তাবন্দি লাশ

  যুগান্তর প্রতিবেদন  

২৫ নভেম্বর ২০২২, ১২:২৬:১৭  |  অনলাইন সংস্করণ

দিনাজপুরের বিরলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো— বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের দুই ছেলে রিমন ও ইমরান।

বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল দুই শিশুর লাশ উদ্ধারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরের সামনে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি প্রাথমিক স্কুলে ২ ভাইয়ের বস্তাবন্দি লাশ

 যুগান্তর প্রতিবেদন 
২৫ নভেম্বর ২০২২, ১২:২৬ পিএম  |  অনলাইন সংস্করণ

দিনাজপুরের বিরলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলো— বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের দুই ছেলে রিমন ও ইমরান।

বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল দুই শিশুর লাশ উদ্ধারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরের সামনে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন