Logo
Logo
×

সারাদেশ

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই মিরাজ জিপিএ-৫ পেয়েছে

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১২:২৭ পিএম

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই মিরাজ জিপিএ-৫ পেয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিতে যাওয়া মাহিদুল হোসেন খান মিরাজ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সোমবার এসএসসির ফল প্রকাশের পর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিরাজের মামা মো. আরিফুল ইসলাম।

মিরাজ আখাউড়া গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত মো. মোতাহের হোসেন খান হাসানের ছেলে। তাদের বাড়ি আখাউড়া পৌর শহরের দেবগ্রামে।

মিরাজ ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২১ সেপ্টেম্বর মাহিদুল হোসেন খান মিরাজের বাবা মোতাহার হোসেন খান হাসান মারা যান। এ সময় মিরাজের এসএসসি পরীক্ষা চলছিল। মিরাজের বাবা মারা যাওয়ার পর দিন ২২ সেপ্টেম্বর বিকালে তার জানাজার সিদ্ধান্ত হয়। এদিন সকালে কাফনে মোড়ানো বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসির গণিত পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যায় মিরাজ।

মিরাজের মা তাসলিমা বেগম পরীক্ষায় ছেলের রেজাল্টে সন্তুষ্ট হয়ে সাংবাদিকদের বলেন, তার বাবার মরদেহ বাড়িতে রেখেই ছেলে গণিত পরীক্ষায় অংশ নেয়। আজ তার বাবা বেঁচে থাকলে মহাখুশি হতো বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম