Logo
Logo
×

সারাদেশ

ডাক্তার হতে চায় লিজা

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৩:০৩ পিএম

ডাক্তার হতে চায় লিজা

প্রবল মানসিক দৃঢ়তার কাছে শারীরিক প্রতিবন্ধকতা হারতে বাধ্য,  তারই প্রমাণ লিজা আক্তার উর্মি। জন্ম থেকে এক পায়ের ওপর ভর করে হেঁটে চলা প্রতিবন্ধী এই শিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়।

ফল প্রকাশের পরই অভিনন্দনে ভাসছে এই শিক্ষার্থী। শিক্ষক-সহপাঠী থেকে শুরু করে স্থানীয় সবাই তার এই ফলে ভীষণ খুশি।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাতৃছায়া একাডেমির শিক্ষার্থী ছিল লিজা। এসএসসির ফলাফলে ভীষণ খুশি তার পরিবার।

মা লিপা আক্তার বলেন, আমার মেয়ে লিজা জন্ম থেকেই শারীরিক  প্রতিবন্ধী। এক পায়ের ওপর ভর করে প্রতিদিন স্কুলে গিয়েছে। পড়ালেখার প্রতি লিজার আগ্রহের কারণেই তার এত ভালো ফলাফল। অনেকেই ভাবতে পারেনি, লিজা এত ভালো ফল করবে। ওর চেষ্টা সফল হয়েছে। এতে আমরা খুব খুশি।

লিজার বাবা কৃষক আব্দুর রাশিদ বাঙালি বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন ভালো কলেজে পড়ালেখা করতে শহরে ভর্তি হতে হবে। কিন্তু আর্থিক টানাপোড়েন ও শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলা করে একার পক্ষে কীভাবে পড়বে? এ নিয়ে  দুশ্চিন্তায় আছি।

লিজা আক্তার উর্মি যুগান্তরকে জানায়, আমি শারীরিক প্রতিবন্ধী। এক পায়ের ওপর ভর করে খুব কষ্টে হাঁটতে হয়। আমাকে সবাই সহযোগিতা করেছে। আমি মা- বাবার বোঝা হয়ে থাকতে চাই না। তাই আমি মা-বাবার মুখে হাসি দেখতে আমার অদম্য আগ্রহে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ অর্জন করতে পেরেছি। আমি ভবিষ্যতে  মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চাই। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান বলেন, লিজা ভবিষ্যতে আরও ভালো করবে। আমরা তার পাশে থাকব এবং সহায়তা করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে লিজার এমন সাফল্য অত্যন্ত আনন্দের। তার স্বপ্নপূরণে আমরা পাশে থাকব।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম