বিএনপির বিক্ষোভ মিছিল থেকে যুবদল নেতা গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল থেকে কুমিল্লা মহানগর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরান হোসেন। তিনি জানান, গ্রেফতার যুবদল নেতা কবির হোসেন পূর্বের নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা করে যুবদল নেতা কবিরকে গ্রেফতার করে। আমরা এ গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
