আ.লীগের দুই গ্রুপে হামলা গুলি, আহত ১০
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের সরিষাবাড়ীতে বিলের মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে পালটাপালটি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ধাওয়া-পালটাধাওয়া ও ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলিশা বিলে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক গ্রুপ ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে বিলে মাছ ধরার প্রস্তুতি নেয় আশরাফুল আলম মানিকের সমর্থকরা। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের সঙ্গে।
এরপর উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সরিষাবাড়ী তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় আওয়ামী লীগ নেতা রফিক যমুনা সার কারখানা এলাকায় অবস্থান করছিলেন। এরপর আশরাফুল আলমের সমর্থকরা দলবল নিয়ে অতর্কিতভাবে কারখানা চত্বরে রফিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। পরে হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ব্যাপক তছনছ করে ও ক্যাশ থেকে ২ লাখ ৮৬ হাজার টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক।
এ ঘটনায় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ফের ধাওয়া-পালটা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা এলাকা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ তাণ্ডব চলাকালে ৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে।
তবে গুলি বর্ষণের ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা রফিককে দায়ী করেছেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক।
রফিকুল ইসলাম রফিক জানান, বিলে মাছ ধরা নিয়ে কী হয়েছে তার জানা নেই। কোনো কারণ ছাড়াই হঠাৎ আশরাফুল আলম মানিকের লোকজন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে ও নগদ ২ লাখ ৮৬ হাজার টাকা লুটে নিয়ে যায়। আমার বিরুদ্ধে গুলির ঘটনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
আশরাফুল আলম মানিক বলেন, আমার সমর্থকরা বিলে মাছ ধরতে গেলে রফিকের সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রফিক ও তার ভাই শফিক ৬ রাউন্ড ফাঁকা গুলি করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীর বলেন, বিলে মাছ ধরা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাদের মধ্যে কোনো গুলি হওয়ার ঘটনা ঘটেছে কিনা জানা যায়নি।
